ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

করিমগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, মে ১৭, ২০২৫
করিমগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মতিউর রহমান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

 

নিহত মতিউর রহমান (৩০) ওই গ্রামের আব্দুল আশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) সন্ধ্যার আগে বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাকে করে ধান আনতে যান মতিউর রহমান (৩০)। তখন ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মতিউর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুতে পারিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।