ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, মে ১৪, ২০২৫
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হকও উপস্থিত ছিলেন। টিমটি হাসপাতালের ওষুধ সরবরাহ, চিকিৎসাসেবা, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে তথ্য যাচাই-বাছাই করে।

এ সময় টিমের সদস্যরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফি, নার্স ও ভাণ্ডার রক্ষকের সঙ্গে আলোচনা করেন।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, আমরা হাসপাতালের বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছি। এসব তথ্য কমিশনে পাঠানো হবে। কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, ওষুধসহ কয়েকটি বিষয়ে দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। সকাল থেকে শুরু হওয়া অভিযান দুপুরে শেষ হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।