গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাস চাপায় রুবি আক্তার (২৫) নামে গার্মেন্টসে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুবি আক্তার। কারখানায় কাজে যোগ দিতে সকালে তিনি বাসা থেকে বের হন। একপর্যায়ে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/এএটি