কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ওমর ফারুক নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা বিএনপির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ায় বাড়িতে ফিরছিলেন ওমর ফারুক। পথে তালতলা এলাকায় পৌঁছাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর রাতে সেখান থেকে তাকে কিশোরগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এসআই