নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বেলাল মিয়া (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের অভ্যন্তরে একটি শিল্পকারখানার ৬তলা ভবনের নির্মাণকাজ চলছে। ঘটনার সময় ওই শ্রমিক ৬তলা ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে উত্তরা ইপিজেডের ভেতরে অবস্থিত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এর সত্যতা নিশ্চিত করেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরবি