ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রবাসী জামিলের ৭ম স্থান অর্জন

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রবাসী জামিলের ৭ম স্থান অর্জন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২১ এ প্রথম হয়েছেন সিরিযান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ।

২৪তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমিরাকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজামেল আহমদ।

 
করোনা ভাইরাসের কারণে ২৪তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সংস্থা আরব আমিরাতে বসবাসরত পৃথিবীর সকল দেশের হাফিজদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে বাছাই করে নেয়। এবারের এই আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফেজ জামিল আহমেদ।

আমিরাতে বিশ্বের অন্তত ৯০ দেশের কোরআন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। কিন্তু করোনার উপদ্রবের কারণে এবার সেটা আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।