ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আমিরাতে এ রমজানে বিনামূল্যে ইফতারের আয়োজন করা যাবে না

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মার্চ ৩, ২০২১
আমিরাতে এ রমজানে বিনামূল্যে ইফতারের আয়োজন করা যাবে না ইফতার/ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আসন্ন পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে তাঁবু টানিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে ইফতারের কোনো আয়োজন হচ্ছে না।

মঙ্গলবার (০২ মার্চ) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

 

বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসে তাঁবু টানিয়ে ইফতারের কোনো আয়োজন করা যাবে না। করোনা ভাইরাসের জন্য গতবছরও রাষ্ট্রের পক্ষ থেকে আয়োজন ছিল না ইফতারের। আরব দেশগুলোতে প্রতিবছর লাখো মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন হতো।

এদিকে আগামী ১৩ এপ্রিল আমিরাতসহ আরব দেশগুলোতে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।