ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আরব আমিরাতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রাশিদুল ইসলাম বোরহান, আবুধাবী থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জানুয়ারি ১৪, ২০১২
আরব আমিরাতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

গত শুক্রবার সন্ধ্যায়েআরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ, আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কমিটির অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে  এতে  বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আবদুল জলিল, রুস্তম আলী, মুনিরুল হক টুটুল, প্রকৌশলী নুরুল হাসান উল্লাস, প্রকৌশলী উত্তম হাওলাদার, নুরুল আমীন দুলাল, এম এ হান্নান চৌধুরী হীরু, লোকমান হাকিম, আবু তাহের মাতব্বর, আক্তার হোসেন বাদল, সঞ্জিত মহাজন প্রমুখ।



সভায় মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালে দেশগঠনে বঙ্গবন্ধুর ভুমিকা এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার ওপর বিশেষভাবে গুরুত্বরোপ করা হয়। পাশাপাশি দেশে চলমান রাজনৈতিক ও সামাজিক বিষয়ের ওপরও আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।