ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ নীতির প্রশংসা ব্রাসেলসে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, মার্চ ২৪, ২০১৭
সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ নীতির প্রশংসা ব্রাসেলসে বাংলাদেশ নীতির প্রশংসা ব্রাসেলসে, ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় গৃহীত ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়ে প্রশংসা করেছেন পর্তুগালের সাবেক এমপি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের ডিরেক্টর পাওলো কাছাক।

২১ মার্চ বেলজিয়ামে ব্রাসেলসে প্রেসক্লাবে আওয়ামী লীগের উদ্যোগে এক সেমিনারে তিনি এ প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের সহকারী প্রোগ্রামার নূরা বাবা লোবা, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসীকল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়াম আ. লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম এম মোরশেদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, নেদারল্যান্ড আ. লীগ সভাপতি শাহাদত হোসেন তপন, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগ নেতা রিজভি আলম প্রমুখ।

সেমিনারের আগে বেলজিয়ামে হামলার একবছর পূর্তিতে মালভিক স্টেশনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা। এছাড়া সেমিনারে সন্ত্রাসীদের হামলার বিভিন্ন চিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ এর সর্বশেষ