
ঢাকা: বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বলেছেন, ‘সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ চালিয়ে যাওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে।’
সোমবার সন্ধ্যায় টেলিফোনে বাংলানিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।
এ সময় বাংলানিউজে রোববার প্রকাশিত ‘ইলিয়াস আলী দেশে না বিদেশে’ শীর্ষক সংবাদটির বিষয়েও তার প্রতিক্রিয়া জানান বিএনপি’র এই নেতা।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী বলেন, ‘আমার নেতৃত্বেই সিলেটের উজানে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়। এর আগে বাংলাদেশের সীমান্ত এলাকায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আমি লংমার্চ করি। আমি এ সরকারের শেয়ারবাজার কেলেংকারি, অর্থনৈতিক বিপর্যয় ও ভারতের কাছে দেশ বিক্রিসহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময়ই আপোষহীন। তাই আমাকে ঘায়েল করার জন্য বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে। আমাকে হেয় করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বানোয়াট বক্তব্য তুলে ধরা হচ্ছে।’
এ সবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইলিয়াস আলী বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে কেউ কেউ অর্থ নিয়ে আমার চরিত্রহননের চেষ্টা করছে। তাদের এ চেষ্টা সফল হবে না।’
তিনি বাংলানিউজকে বলেন, ‘এসব করে সরকার আমাকে কিছুতেই দমাতে পারবে না। ঘর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ চলছে, চলতেই থাকবে।’
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১