মার্চের প্রথম থেকে পাঁচ ধাপে উপজেলায় ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ/ফাইল ফটো

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ/ফাইল ফটো

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন মার্চের প্রথম থেকে ধাপে ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার (১৪ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। যেহেতু সামনে এসএসসি, এইচএসসি পরীক্ষা ও রমজান সেহেতু তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো।

হেলালুদ্দীন আহমদ বলেন, প্রশাসনিক বিভাগ অনুযায়ী আগে-ভাগে যেসব বিভাগের উপজেলাগুলো মেয়াদ পূর্ণ করবে সেগুলো আগে অন্তর্ভুক্ত করা হবে। আর যেগুলো পরবর্তীকালে পূর্ণতা পাবে, সেগুলোতে গুচ্ছ আকারে পরবর্তীকালে নির্বাচন করবো। আমরা আশা করছি, আট বিভাগে চার ধাপে আর যেগুলো পরবর্তীতে মেয়াদপূর্ণ করবে, সেগুলো একসঙ্গে করবো।

২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন সাত ধাপে সম্পন্ন করেছিল নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ইইউডি/এএ


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান