ছায়ানটের সন্ধ্যায় মুগ্ধতা ছড়ালো ‘শ্রোতার আসর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৯:৩৫, আগস্ট ৩, ২০১৮
গান পরিবেশন করছেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, ছবি: বাংলানিউজ

গান পরিবেশন করছেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, ছবি: বাংলানিউজ

ঢাকা: বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে এলো, তখন দর্শকে পরিপূর্ণ ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত মিলনায়তন।মাসিক শ্রোতার আসর বলে হয়তো সাপ্তাহিক ছুটির এ দিনে দর্শক সমাগমও ছিল বেশি।

শুক্রবার (০৩ আগস্ট) রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয় ছায়ানটের নিয়মিত আয়োজন 'শ্রোতার আসর'। সন্ধ্যার এ আসরে গান শোনান দেশের অনন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অনন্যা শিলা শামসুদ্দীন।

রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে ইফ্ফাত আরা দেওয়ান গেয়ে শোনান রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, রজনীকান্ত ও পুরোনো দিনের বাংলা গান। উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন শিল্পী অনন্যা শিলা শামসুদ্দীন। পাশাপাশি দু'জনেই গেয়ে শোনান দর্শকের পছন্দের বিভিন্ন গান। মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা উপভোগ করেন এ আসর।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে নানা কর্মকাণ্ডের মাধ্যমে অবদান রেখে আসছে ছায়ানট। সংগঠনটি প্রতি বছর বর্ষবরণ উৎসব, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন, পৌষ উৎসব, শুদ্ধসঙ্গীত ও শুদ্ধ নৃত্য উৎসবের পাশাপাশি ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে ‘শ্রোতার আসর’।

১৯৬২ সাল থেকে পুরান ঢাকার র‍্যাঙ্কিন স্ট্রিটে প্রতি মাসে ছায়ানটের নিয়মিত শ্রোতার আসর বসত। ষাটের দশকে ছায়ানট গঠনের পরের বছর থেকেই প্রায় নিয়মিত আছে এ আয়োজন। শুক্রবারের আসরও ছিল সে নিয়মিত আয়োজনের অংশ। প্রতি মাসে দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা; আগস্ট ০৪, ২০১৮
এইচএমএস/ওএইচ/


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান