জমে উঠেছে ওয়ানগালা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জমে উঠেছে গারো সম্প্রদায়ের ঢাকা ওয়ানগালা উৎসব। শুক্রবার (২৮ নভেম্বর) বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই উৎসবে শতাধিক স্টল বসেছে।

এসব স্টলে রয়েছে গারোদের ঐতিহ্যবাহী সব কাপড় ও খাদ্যদ্রব্য। এছাড়া তৈজসপত্র ও নিত্যব্যবহারের প্রয়োজনীয় অনেক জিনিসের স্টলও রয়েছে।

উৎসবে সালোসিয়ান সিস্টারের স্টলের মলয় দাংগা বাংলানিউজকে জানান, তার স্টলে পাওয়া যাচ্ছে দগবাণ্ডা, দকশাড়ি, ক্রিসমাস লার্নার, যিশুখ্রিস্টের আইকনসহ গারো সম্প্রদায়ের পরিধানের জন্য বিভিন্ন রকমের পোষাক। প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে তার স্টলে।

ববিতা রিচিলের দোকানে দেখা মিলল বিভিন্ন প্রজাতির গারো খাদ্যদ্রব্যের। গারো পাহাড় থেকে সংগ্রহ করা মধুফুল, শিমলাই আলু, টিটপাহর, গন্ধপাতালি (এক প্রকার মশলা) ও গারো মদ তৈরি করার উপাদান বাকর।

তরুণ দিব্রার স্টলে রয়েছে কুইচ্চা মাছ যা প্রতিকেজি চারশ টাকা দরে বিক্রি হচ্ছে। রয়েছে শামুক ও কাঁকড়ার সমাহার। আরো রয়েছে শুকরের মাংস দিয়ে তৈরি গারোদের অতি জনপ্রিয় খাবার ওয়াকফুরা।

প্রতিটি স্টলেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। জমে ওঠেছে কেনাকাটাও।

এর আগে সকালে র‌্যালির মাধ্যমে ঢাকাস্থ গারোদের ঢাকা ওয়ানগালা উৎসব শুরু হয়।

গারোরা মূলত খাদ্য শস্যের বীজ দানকারী দেবতা মিসি সালজং-এর সম্মানার্থে ওয়ানগালা উৎসব পালন করে থাকে। গারোদের বিশ্বাস, সৃষ্টিকর্তা সব উদ্ভিদ ও শস্যাদির ভার সূর্য দেবতা মিসি সালজংকে দিয়েছেন। তাই সালজং-এর সন্তুষ্টির জন্য তারা ওয়ানগালা উৎসব করেন।

প্রতিবছর হেমন্তের শেষের দিকে গারোদের নতুন ফসল খাওয়ার অনুমতি চাওয়ার আনন্দ উৎসব এই ওয়ানগালা।

বাংলাদেশ সময়: ১৪০৫ নভেম্বর ২৮, ২০১৪

** রাজধানীতে গারোদের ওয়ানগালা উৎসব


সম্পাদক : জুয়েল মাজহার

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2024 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান