
নতুন বছরের শুরুতেই বিভিন্ন অঙ্গনের সাথে চলচ্চিত্রাঙ্গনে ঢং ঢং করে বাজতে থাকে পুরাতন ছবিগুলোর দেনা পাওনার হিসাবের ঘণ্টাগুলো। বিদায়ের এই সুরে মনে করতেই হয় বছরের মুক্তিপ্রাপ্ত সেরা সব ঘটনা-দূর্ঘটনা, সফলতা-ব্যার্থতা, আলোচনা-সমালোচনা এসব। তাই নতুনকে স্বাগতমে পুরাতনের বিদায়লগ্নে ২০১৩ সালের বাংলা চলচ্চিত্র অঙ্গনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব জানানো হল বাংলানিউজ পাঠকদের জন্য...
রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের চরমে আছে ঢালিউড এরকমই জানালেন চলচ্চিত্র প্রযোজক পরিচালকরা। ডিজিটাল প্রযুক্তির জন্য ছবি নির্মাণে খরচ কমলেও বিনিয়োগের টাকা ফেরত পায়নি এমন অভিযোগ ও রয়েছে প্রযোজকদের। তবে গেল বছরে সুদিন যে একেবারেই নেই তাও নয়। এটা বোঝা যাবে পেছন দিকে তাকালে। ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ছবি ছিল ৪৮ টি ২০১২ সালে ৫১ টি এবং এবছরে মুক্তি প্রাপ্ত ছবির সংখ্যা দাঁড়ায় ৫২ টি। চোখ বোলানো যাক এ বছরের ঢালিউডে।
বছরের মুক্তিপ্রাপ্ত ছবি
বছরের জানুয়ারিতে ‘ভালোবাসার বন্ধন’ দিয়ে শুরু করে ঢালিউড। এরপর ‘লাভ ইন জঙ্গল’, ‘টেলিভিশন’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘দেবদাস’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘জীবন নদীর তীরে’, ‘আত্মঘাতক’, ‘শিরি ফরহাদ’, ‘মাটির পিঞ্জিরা’, ‘কষ্ট আমার দুনিয়া’, ‘সেই তুমি অনামিকা’, ‘সীমানাহীন’, ‘দেহরক্ষী’, ‘শিখন্ডী কথা’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জটিল প্রেম’, ‘হৃদয়ে ৭১’, ‘কাজলের দিনরাত্রি’, ‘নতুন সাত ভাই চম্পা’, ‘এই তো ভালোবাসা’, ‘নিষ্পাপ মুন্না’, ‘রোমিও-২০১৩’, ‘পোড়ামন’, ‘আমার মাঝে তুমি’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মাই নেম ইজ খান’, ‘ভালোবাসা আজকাল’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘এক পায়ে নূপুর’, ‘ইভটিজিং’, ‘ঢাকা টু বোম্বে’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘মন তোর জন্য পাগল’, ‘প্রেম প্রেম পাগলামী’, ‘রূপ গাওয়াল’, ‘তবুও ভালোবাসি’, ‘বাংলার পাগলু’, ‘কুমারী মা’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনিশ্চিত যাত্রা’, ‘তোমার আছি তোমারই থাকব’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আয়না কাহিনী’, ‘অন্তর্ধান’, ‘মৃত্তিকা মায়া’, ‘একই বৃত্তে’ এবং ডিসেম্বরে সর্বশেষ ‘৭১ এর গেরিলা’ দিয়ে এ বছরের জন্য ছবি মুক্তির ইতি টানা হয়।
মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক অবস্থার কথা চিন্তা করে মুক্তি পায়নি দাবাং, রাজত্ব সহ আরও কয়েকটি ছবি।
আলোচিত এবং ব্যাবসা সফল ১০ টি ছবি
(তথ্যদাতা : হল মালিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন)
১. সাফি উদ্দিন সাফির `পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী`
২. রকিবুল আলমের `প্রেমিক নাম্বার ওয়ান`
৩. বদিউল আলম থোকনের `মাই নেম ইজ খান`
৪. জাকির হোসেন রাজুর `পোড়ামন`
৫. কাজী হায়াতের `ইভটিজিং`
৬. ইফতেখার চৌধুরীর `দেহরক্ষী`
৭. মোস্তফা সারোয়ার ফারুকীর `টেলিভিশন`
৮. মালেক আফসারীর `ফুল এন্ড ফাইনাল`
৯. শাহ মোঃ সংগ্রামের `কি প্রেম দেখাইলা`
১০. অনন্ত জলিলের `নিঃস্বার্থ ভালোবাসা`
বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্থ ছবি
চলচ্চিত্র সমিতি থেকে জানা যায় ‘এক পায়ে নূপুর’, ‘কুমারী মা’, ‘বাংলার পাগলু’, ‘ভালোবাসার বন্ধন’, ‘জীবন নদীর তীরে’, ‘কষ্ট আমার দুনিয়া’, ‘তোমার মাঝে আমি’, ‘মন তোর জন্য পাগল’, ‘রুপগাওয়াল’ এসব ছবিগুলো এক সপ্তাহের বেশি প্রেক্ষগৃহে প্রদর্শন করতে পারেনি হল প্রদর্শকরা।
আলোচিত নায়ক নায়িকা
১. চলচ্চিত্রের প্রায় পুরো জায়গা জুড়ে শাকিব খানের বিচরণ থাকলেও ২০১৩ ছিল শাকিবের সাবধান হবার সময়। ২০১২ সালে তার অভিনীত ছবি ছিল ২৫ টি। এ বছর তা সংখ্যায় ৮-এ ঠেকেছে। তবে ঢালিউডের শীর্ষ তারকার খেতাব থেকে এবছরও তাকে নামাতে পারেনি কেউই। তার অভিনয়ের পারদর্শিতায় আশাহত হতে হয় না কোন প্রযোজক পরিচালকে। ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘মাই নেম ইজ খান’ তারই প্রমাণ করে। নতুন বছরে তাকে প্রযোজক হিসেবে পেতে যাচ্ছে দর্শক।
২. অনন্ত জলিলকে নিয়ে মুখরোচক রসিকতা ও আলোচনা থাকলেও তার প্রযোজিত ও অভিনীত নিঃস্বার্থ ভালোবাসা ছবিটি বেশ আলোচিত ছিল।
৩. ছবি মুক্তির দিক থেকে শাকিবের পরেই রয়েছে বাপ্পির স্থান। এ বছর তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ৭টি। ‘জটিল প্রেম’, ‘কি প্রেম দেখাইলা’ সহ অন্যান্য ছবিতে ভালো অভিনয় করে দর্শক মহলে আলোচিত হয়েছেন বাপ্পি।
৪. নিজের অভিনীত ছবি মুক্তির সংখ্যা কম থাকলেও ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী’ এবং `ভালোবাসা জিন্দাবাদ` ছবিতে অভিনয় করে নিজের অবস্থান ভালোভাবেই শক্ত করে নিয়েছেন মডেল এবং চিত্রনায়ক আরেফিন শুভ।
৫. `পোড়ামন` ছবি অভিনয় করে ব্যাপক সাড়া পেলেও জাজ মাল্টিমিডিয়ার সাথে খারাপ আচরণ এবং পরবর্তীতে বিভিন্ন ছবির চুক্তি থেকে বাদ পরায় সুনামের সাথে কুনামও যুক্ত হয়েছে সাইমন সাদিকের ক্যারিয়ারে।
৬. নায়িকা হিসেবে মাহিয়া মাহির আগমন গত বছরে। কিন্তু অভিনয় দিয়ে এ বছর আলোচনা এবং ব্যস্ততার শীর্ষে ছিলেন মাহি। তার অভিনীত চারটি ছবির প্রত্যেকটিতেই নাম কুড়িয়েছেন এই অভিনেত্রী।
৭. শাকিব খানের সাথে সেরা জুটি অপু বিশ্বাস হারিয়ে গিয়েও ফিরেছেন নতুন রুপে। এ বছর তার অভিনীত ‘প্রেমিক নাস্বার ওয়ান’ এবং ‘মাই নেম ইজ খান’ দুটি ছবিই দর্শক মহলে সাড়া ফেলে।
৮. এ বছর ববির অভিনয়ও ছিল লক্ষ করার মত। `দেহরক্ষী` ছবিতে অভিনয় করে সাড়া জাগিয়েছেন তিনি। তবে এখনই তার পারিশ্রমিক ৫ লাখ টাকায় উঠিয়েছেন বলে জানা যায়।৯. অভিনয় করতে ইচছুক এক মডেলকে অনৈতিক কাজের প্রস্তাব আর তা ফাঁস হওয়ায় ব্যপকভাবে সমালোচনার মুখে পড়েন চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল।
১০. এ বছর ফেরদৌস, ইমন, নিরব, মৌসুমী, সাহারা অভিনীত ছবির সংখ্যা একেবারেই কম ছিলো। পূর্ণিমা এ বছর একটি ছবিতে অভিনয় করলেও সামনে অভিনয় ছেড়ে দিচ্ছেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়। তবে এবছর প্রায় ছবি শূণ্য ছিলেন চিত্রনায়িকা পপি।
সামনে আসছে ২০১৪। চলচ্চিত্র অঙ্গনে ২০১৪ হোক স্বর্ণযুগ এই কামনায় করছে চলচ্চিত্রাঙ্গনের সাথে সংশ্লিষ্টরা। এই প্রত্যাশা শুধু তাদের নয় এই প্রত্যাশা এখন বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী সকল দর্শকেরই ।
বাংলাদেশ সময় : ১৫৩৫ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৩
সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন