সাংস্কৃতিক মুক্তিজোটের দ্বাদশ বর্ষপূতি উদযাপন

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২১:২৫, নভেম্বর ১৬, ২০১৩

ঢাকা: ‘অহিংস পথে সামাজিক সাংস্কৃতিক ভিত্তিমূলকে বদলে দিতে আদশনিষ্ঠ ধারায় জাতীয়  সংহতি গড়ে তুলুন’ স্লোগানে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের দ্বাদশ বর্ষপূতি উদযাপন করা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শুরুতেই সংগঠনের পরিচালনা বোর্ডের প্রধান আবু লায়েস মুন্না বিগত বছরের সাংগঠনিক প্রতিবেদন প্রকাশ ও উপস্থিত সকলকে স্বাগত জানান।

অনুষ্ঠানে জাতীয় জীবনকে তথ্য ও প্রযুক্তির আওতায় এনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রত্যক্ষ নাগরিক সংশ্লিষ্টতা গড়ে তোলা এবং সব ক্ষেত্রে অজ্ঞতা ও বিচ্ছিন্নতার সব বাধা ভেঙে ফেলে জনসমাজের ক্ষমতায়ন নিশ্চিত করার আহবান জানানো হয়।

সংগঠনের নির্বাহী প্রধান মুহাম্মদ আমিনুর রহমান জাতীয় জীবনে তরুণদের প্রতি ঐতিহাসিক ভূমিকা পালন ও আগামী দিনের দৃঢ় নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

সংগঠন প্রধান ও সংগঠনের আদর্শিক শিক্ষক- পথ প্রদর্শক রাজু শিকদার দেশজুড়ে ১০টি অঞ্চলে সমাবেশের ঘোষনা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে গত ১০ অক্টোবর ৪০তম দল হিসেবে নিবন্ধন লাভ করে। দলটির প্রতীক ছড়ি। ২০০০ সালে ২৪ নভেম্বর সংগঠনটি পথচলা শুরু করেছিল।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এসই/এএসআর/জেসিকে


ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান