ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২, ২০২২
ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ শুরু

ঢাকা: কারিগরি উন্নয়ন কার্যক্রম শেষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটারের রিচার্জ সেবা পুনরায় চালু করা হয়েছে।

শনিবার (২৯ জুন) ডেসকো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ডেসকোর কারিগরি উন্নয়ন কার্যক্রম শেষে সকল প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। গ্রাহকরা এখন থেকে মোবাইল অ্যাপ, অনলাইন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।

যে কোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে বলা হয় ডেসকোর পক্ষ থেকে।

এর আগে ডেসকোর এক বিবৃতিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কারিগরি উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে বিধায় ডেসকোর সকল প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছিল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২, ২০২২
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।