ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ইলেকট্রনিক যানবাহন হবে আগামীর প্রধান মাধ্যম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ইলেকট্রনিক যানবাহন হবে আগামীর প্রধান মাধ্যম অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামী দিনের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম হবে ইলেকট্রনিক যানবাহন। ইলেকট্রনিক চার্জিং স্টেশন করার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় ডিএস-এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মেঘনা পেট্রোলিয়াম ও ডিএস বিজনেস পয়েন্ট যৌথভাবে অটোবিলিং সিস্টেমসহ এ স্টেশনটি নির্মাণ করেছে।

বর্তমানে ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে।
 
প্রতিমন্ত্রী বলেন, সিএনজি ও পেট্রোল-অকটেনের পাশাপাশি অটোগ্যাস (এলপিজি) জ্বালানি হিসেবে থাকবে। ইলেকট্রনিক যানবাহনও দিনে দিনে জনপ্রিয় হবে।
 
সরকারি উদ্যোগে ও জনগণের সচেতনতায় জ্বালানি তেলে ভেজাল রোধ করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে আধুনিক অথচ ছোট শপিং সেন্টার ও টয়লেট ব্যবস্থা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
 
অনুষ্ঠানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ-আল-খালেদ, মেঘনার পরিচালনা পর্ষদের সদস্য ইস্তাক আহমেদ শিমুল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।