ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বাংলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বাংলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরপরই বলেছিলেন- ‘বাংলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে’। যা সংবিধানেও যুক্ত রাখা হয়।

আজ আমরা তার কথার বাস্তবায়ন করে চলছি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৩৩/১১ কেভি (১০ এমভিএ) ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ উপকেন্দ্রের মাধ্যমে ১৩টি গ্রামের ১১শ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে।

প্রধান অতিথি বক্তব্যে এ আর খান বলেন, আমরা এ অঞ্চলে বিদ্যুৎ এনে দিয়েছি, এবার আপনারা এ অঞ্চলে ছোট-বড় শিল্প-কারখানা গড়ে তুলুন। কারণ শিল্পায়ন ছাড়া দেশের উন্নয়ন ঘটনো সম্ভব হবেনা।

অনুষ্ঠানে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এ এইচ এম মোবারক উল্যা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমানুল হক, বরিশালের বিভাগীয় কমিশনার গাউস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে আজাদ।

এসময় বক্তব্য রাখেন, চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের সভাপতি মুনাওয়ারুল ইসলাম অলি প্রমুখ।

সভা শেষে ফিতা কেটে দুপুর ১টার দিকে উপকেন্দ্রের উদ্বোধন করা হয়।

এ উপকেন্দ্র স্থাপনের ফলে বরিশাল সদরের রাজধর, সারুখালি, কুন্দিয়ালপাড়া, দূর্গাপুর, আটহাজার, দিনার, চাঁদপুরা, পতাং, সিংহেরকাঠী, সোমরাচি ও বাকেরগঞ্জ উপজেলার সন্তোষদী, মকিমাবাদ ও ছাগলদী গ্রামের মোট ১১শ পরিবার বিদ্যুৎ সংযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।