ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র

অগ্নিকাণ্ডে সাতটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
অগ্নিকাণ্ডে সাতটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনার সরকারি ও বেসরকারি মিলে ৭টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমএম সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি দুটি (৩ ও ৫) ও বেসরারি ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিটি ইউনিট ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতা সম্পন্ন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর রাত সাড়ে ৮টার দিকে মেরামত কর্মীরা ত্রুটি সারানোর কাজ শুরু করেছে। ত্রুটি সারিয়ে উৎপাদনে আসতে সকাল হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ