ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাস-বিদ্যুৎ সংকট উত্তরণের দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
গ্যাস-বিদ্যুৎ সংকট উত্তরণের দাবি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্যাস সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের অটো-রিরোলিং ও স্টিল শিল্প চরম সংকটে পড়েছে উল্লেখ করে এ সংকট উত্তরণের দাবি জানিয়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।



সরকারের ভিশন-২০২১ সামনে রেখে অটো-রিরোলিং ও স্টিল মিল অ্যাসোসিয়েশ, বাংলাদেশ স্টিল মিল ওনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিরোলিং মিল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্মল-ক্যাপটিভ ও পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এ দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।