ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ-গ্যাসের দাম কমাতে ক্যাবের আল্টিমেটাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
বিদ্যুৎ-গ্যাসের দাম কমাতে ক্যাবের আল্টিমেটাম

ঢাকা: বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার না করলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বরাবরে দেওয়া এক চিঠিতে এ আল্টিমেটাম দেয় সংগঠনটি।


 
ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সদস্য সচিব আলী আহমেদ এনামুল স্বাক্ষরিত ওই চিঠি প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করেছে বিইআরসি।
 
চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্যাবের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এই চিঠি দেওয়া হচ্ছে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে যদি আবেদন আমলে নেওয়া না হয় তাহলে কোর্টে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।