ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উৎসাহিত করার উদ্যোগ

স্টাফ করেসপন্ডে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উৎসাহিত করার  উদ্যোগ

ঢাকা: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উৎসাহিত করতে এবং এর খরচ কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এ খাতে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সোলার রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাটারি ম্যানুফেকচেরারস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও জার্মানিভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সহায়তাকারী উন্নয়ন সংস্থা ইটকল প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও রহিম আফরোজের জিএম গর্ভমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্স ইফতেখার হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বর্তমানে বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ’

তিনি জানান, বর্তমানে দেশে ইটকলের সহযোগিতায় সাড়ে আট লাখ পরিবার সৌর বিদ্যুত ব্যবহার করছে।

তিনি বলেন, ‘সৌরবিদ্যুতের একটি অংশ ফটোভোল্টিক জেনারেটর প্যানেল। এর মাধ্যমে সূর্যের আলো বিদ্যুতে রূপান্তরিত হয়। এ বিদ্যুত ব্যবহার না করলে ব্যটারির মাধ্যমে ধরে রাখতে হয়। এ দুটি খুবই ব্যবয়বহুল পণ্য। ’

তিনি জানান, পানেল বাংলাদেশে তৈরি করা সম্ভব নয়। তাই এখানে সংযোজন করা হচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে সরকারকে জ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করে এর শুল্ক কমাতে হবে। ’

এছাড়া বিদেশ থেকে ব্যাটারি আমদানিরও বিরোধিতা করেন তিনি।

বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘প্রাক বাজেট এ আলোচনায় আমরা আমাদের সমস্যাগুলোর কথা রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি তা ভেবে দেখার কথা বলেছেন। ’

বৈঠক সম্পর্কে রাজস্ব বোর্ড চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘আমরা এ খাতের ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে নবায়নয়ন যোগ্য জ্বালানির প্রসারের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আগামী বাজেটকে সামনে রেখে এ আলোচনা করা হলো। ’

চেয়ারম্যান বলেন, ‘আমরা ব্যবসায়ীদের লিখিত আকারে সুপারিশ দিতে বলেছি। পরে সেগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘন্টা, মার্চ ৩০, ২০১১এমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।