ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

কেনা হবে ২ লাখ ৪১ হাজার খাম্বা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
কেনা হবে ২ লাখ ৪১ হাজার খাম্বা

ঢাকা: প্রায় পৌনে পাঁচশ’ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ৪১ হাজার ৭১০টি বিদ্যুতের খুঁটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এ সকল খাম্বা ক্রয় করবে।



বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ২ লাখ ৪১ হাজার ৭১০টি খুঁটির মধ্যে ১২ হাজার ৬৫০টি কাঠের তৈরি। দর ধরা হয়েছে ২৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

অপর ৬টি ভিন্ন প্যাকেজে ২ লাখ ২৯ হাজার ৬০টি এসপিসি পোল (কংক্রিটের তৈরি খুঁটি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যার দর ধরা হয়েছে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা।



মন্ত্রিসভা কমিটির সার সংক্ষেপে উল্লেখ করা হয়, পল্লী এলাকার বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ‘1.8 Million Consumer Connerction Throughb Rural Electrifiacation Expansion’ শীর্ষক  প্রকল্পের আওতায় এসব খুঁটি কেনা হচ্ছে।

২০১২ সালের ৩১ জানুয়ারি প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা।

এ প্রকল্পটির আওতায় নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ, বিদ্যমান লাইনের নবায়ন, পুনর্বাসন, ৩৩/১১ কেভি সাব- স্টেশন নির্মাণ, পুরাতন ৩৩/১১ কেভি সাব-স্টেশনের সক্ষমতা বৃদ্ধি সংশ্লিষ্ট পূর্ত কাজ এবং ভূমি অধিগ্রহণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্পটি বাস্তবায়িত হলে অতিরিক্ত ১৮ লাখ  নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হবে এ প্রস্তাবে বলা হযেছে।
 
এছাড়া ‘1.8 Million Consumer Connerction Throughb Rural Electrifiacation Expansion’ শীর্ষক প্রকল্পের আওতায় সাব-প্যাকেজ তিনটির  বিপরীতে ১৭ হাজার ৮শ’ ৫০ কিলোমিটার তার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ১১৬ কোটি টাকা।

অতিরিক্ত সচিব জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য আউট সোর্সিং পদ্ধতিতে মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর বিষয়ক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে অবস্থানরত প্রায় ১৫ লাখ বাংলাদেশিদের কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়া হবে। এজন্য প্রতিটি পাসপোর্টের ফি’র অতিরিক্ত আরো ৯ ডলার করে দিতে হবে। এ কাজটি পেয়েছে আইরিশ করপোরেশন বারহার্ট কনসোর্টিয়াম। এতে ব্যয় হবে একশ’ ৫ কোটি ত্রিশ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।