ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বাড়ায় দুই অংকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
বিদ্যুতের দাম বাড়ায় দুই অংকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি

ঢাকা: সেপ্টেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির পরিমাণ দুই অংকে পৌঁছেছে।

সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে এলেও বিদ্যুৎসহ অন্যান্য জিনিসের দাম বাড়ার কারণেই এই মূল্যস্ফীতি।

 

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ। আগস্ট মাসে এই হার ছিল ৯ দশমিক ২৯ শতাংশ।  

অন্যদিকে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যের ভিত্তিতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সেপ্টেম্বরে হয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।

তিনি জানান, বিদ্যুৎ, বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী, পরিবহন ও অন্যান্য দ্রব্য এবং সেবার দাম বাড়ার কারণেই খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
এমএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।