ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ: শেরিফা কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ: শেরিফা কাদের

ঢাকা:  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, কিন্তু তা দেখার যেন কেউ নেই।

বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ। অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না। তাই, প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায়, জীবন রক্ষাকারী ওষুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 শেরিফা কাদের বলেন, দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে, কিন্তু তারা এখনো ভোট দিতে পারেনি। তাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। আমরা মানুষের সব অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।    

এসময় উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, মোতাহার হোসেন শাহীন, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ পারভেজ, মুকুল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসএমএকে/এমএমজেড

  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, কিন্তু তা দেখার যেন কেউ নেই। বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ। অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না। তাই, প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায়, জীবন রক্ষাকারী ওষুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 শেরিফা কাদের বলেন, দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে, কিন্তু তারা এখনো ভোট দিতে পারেনি। তাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। আমরা মানুষের সব অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।    

এসময় উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, মোতাহার হোসেন শাহীন, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ পারভেজ, মুকুল।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।