ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বিএনপি অফিসে জাপানের রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
বিএনপি অফিসে জাপানের রাষ্ট্রদূত ফাইল ফটো

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন।  

জানা গেছে, রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাপানের প্রতিনিধি দলটি গুলশান কার্যালয়ে প্রবেশ করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসেছেন।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন।

মহাসচিবের সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
 
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।