ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রায় ১৪ বছর পর টাঙ্গাইলে বিএনপির বিশাল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
প্রায় ১৪ বছর পর টাঙ্গাইলে বিএনপির বিশাল র‌্যালি

টাঙ্গাইল: প্রায় ১৪ বছর পর টাঙ্গাইলে বিএনপি বিশাল র‌্যালি ও সমাবেশ করেছে। এ ১৪ বছরের মধ্যে এত বড় বিশাল র‌্যালির আয়োজন বা সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি।

বিভিন্ন সময় স্বল্প পরিসরে শহরে জেলা বিএনপি মিছিল-সমাবেশের আয়োজন করলেও পুলিশি বাঁধায় তা পণ্ড হয়ে গেছে।

কিন্তু বুধবার (৯ আগস্ট) দুপুরে শহরে জেলা বিএনপির উদ্যোগে এ বিশাল র‌্যালি ও সমাবেশ হয়েছে।

এতে প্রায় সহস্রাধিক বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপির নতুন কমিটির নেতৃত্বে বুধবার দুপুরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ করে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের পৌর উদ্যানে সামনে গেলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি কমিটির আহ্বায়ক আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম, সদস্য সচিব ইজাজুল হক সবুজ, শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মা আহ্বায়ক শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মা আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল প্রমুখ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।