ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতাদের রুখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ৪, ২০২২
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতাদের রুখতে হবে

ফেনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে শনিবার (৪ জুন) বিকেলে ফেনীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

জেলা আওয়ামী লীগ আয়োজনে বিক্ষোভ মিছিলটি ফেনী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে ট্রাংক রোড, জেল রোড, কলেজ রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। শান্তির নগরী ফেনীতে কোনো ধরনের সন্ত্রাস বরদাশত করা হবে না।  

ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদ প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খন্দকার।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, জিপি প্রিয়রঞ্জন দত্ত, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, সাবেক সভাপতি সালাহউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিকসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।