ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বেলকুচি উপজেলা আ.লীগের সভাপতি এমপি আব্দুল মমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, মে ২৩, ২০২২
বেলকুচি উপজেলা আ.লীগের সভাপতি
এমপি আব্দুল মমিন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মমিন মণ্ডল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র আশানূর বিশ্বাস।  

সোমবার (২৩ মে) দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।  

অধিবেশন শেষে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সদস্য এস এম কামাল হোসেন সভাপতি হিসেবে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মণ্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে আশানূর বিশ্বাসের নাম ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।