ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নৌকার প্রার্থীকে জয়ী করতে বর্ধিত সভা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নৌকার প্রার্থীকে জয়ী করতে বর্ধিত সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  

ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের গোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু বিনয় কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।  

জেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি বেনজির রহমান খান বিপুল।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থী শামসুল হুদা বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।