ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পুলিশের ছত্রছায়ায় খোকার ওপর হামলা: খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, ডিসেম্বর ৪, ২০১১
পুলিশের ছত্রছায়ায় খোকার ওপর হামলা: খালেদা জিয়া

ঢাকা: পুলিশের ছত্রছায়ায় খোকার ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বোববার রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।



খালেদা জিয়া বলেন, ‘জনগণের মতামত উপেক্ষা করে সরকার ঢাকা ভাগ করেছে। সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের  প্রতিবাদে আজকে বিএনপির হরতাল। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও সাদেক হোসেন খোকার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে এই বিজয়ের মাসে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। এর আগে  যখন ক্ষমতায় এসেছিল তখনও তারা সাদেক হোসেন খোকার ওপর হামলা চালিয়েছিল। কয়েকদিন আগে হামলা চালিয়েছে আরেকজন বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদের ওপর। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ’

অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যম্যে এ সবের মোকাবেলা করা হবে। ’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।