ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, ডিসেম্বর ১২, ২০১৮
সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঐক্যফ্রন্ট নেতারা/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও আ স ম আব্দুর রব।

এছাড়া ড. কামাল হোসেনসহ অন্য নেতারা আরেকটি ফ্লাইটে বিমানবন্দরে এসে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।  

তিনি বলেন, সিলেটে পৌঁছেই নেতারা হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণের (র.) মাজার জিয়ারত শেষে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন।

সেখান থেকে তারা সিলেটের জৈন্তাপুর উপজেলায় গিয়ে প্রচারণা চালানোর কথা রয়েছে বলে জানা যায়।

তবে বুধবার (১২ ডিসেম্বর) তারা সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার কথা থাকলেও সমাবেশ না করে কেবল প্রচারণায় অংশ নেবেন।

ঐক্যফ্রন্ট নেতাদের আগমনে সিলেট দরগাহ এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তারা ক্ষণে ক্ষণে ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখরিত করছেন হযরত শাহজালাল (র.) মাজার এলাকা।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।