ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জীবন দেব কিন্তু কেন্দ্র ছাড়বো না: তৈমুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, নভেম্বর ২৩, ২০১৮
জীবন দেব কিন্তু কেন্দ্র ছাড়বো না: তৈমুর

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এবারের নির্বাচন হবে আমাদের জন্য যুদ্ধের ময়দান। যতই মামলা-হামলা করুক, ভয়ভীতি-গুলি উপেক্ষা করে ভোটারদের সঙ্গে থেকে তাদের নিরাপত্তা দেব। মানুষের ভোটের অধিকার আদায় করতে আমরা কেন্দ্রেই থাকবো। প্রয়োজনে জীবন দেব কিন্তু কেন্দ্র ছাড়বো না। 

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রুপগঞ্জের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে রুপসী তারাবো হয়ে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় ৩০টি স্থানে উঠান বৈঠকে একথা বলেন তিনি।  

তৈমুর দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশে থাকবো।

হাত তুলে শপথ করেন দেশের গণতন্ত্র ফেরাতে সব বাঁধা উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।  

তিনি বলেন, এই নির্বাচন খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এ থেকে কোনভাবেই কেউ আমাদের দূরে রাখতে পারবে না। সব শ্রেণি-পেশার মানুষ, সাধারণ ভোটারদের নিয়ে আমরা এগিয়ে যাবো।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।