ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ইসিতে যুক্তফ্রন্টের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, নভেম্বর ১১, ২০১৮
ইসিতে যুক্তফ্রন্টের চিঠি

ঢাকা: জোটভুক্ত দলগুলোর নির্বাচনে তাদের স্ব-স্ব মার্কা বা একই মার্কা ব্যবহারে তাদের পরবর্তি নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না তা জানতে চেয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট।

রোববার (১১ নভেম্বর) সকালে যুক্তফ্রন্ট নেতা ও বিকল্পধারার সাংগঠ‌নিক সম্পাদক ব্যা‌রিস্টার ওমর ফারু‌কের নেতৃ‌ত্বে এক‌টি প্র‌তি‌নি‌ধি দল নির্বাচন ক‌মিশ‌নের স‌চি‌ব বরাবর লি‌খিত চি‌ঠি‌টি নি‌য়ে গে‌ছেন।

প্র‌তি‌নি‌ধি দ‌লে র‌য়ে‌ছেন শ্রমজীবীধারার সভাপ‌তি অাইনুল হক, যুবধারার সভাপ‌তি অাসাদুজ্জামান বাচ্চু, বিকল্পধারার ঢাকা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক হা‌ফিজুর রহমান ঝান্টু ও ‌স্বেচ্ছা‌সেবকধারার সভাপ‌তি অাবুল বাসার।



চিঠিতে উল্লেখ রয়েছে, আমরা যুক্তফ্রন্ট চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি, যুক্তফ্রন্টে চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এক্ষেত্রে যদি সব রাজনৈতিক দল একই মার্কা যথা কুলা মার্কা, তাহলে অন্যান্য নিবন্ধিত শরিকদলের নিজস্ব মার্কার উপর পরবর্তি নির্বাচনে কোনোরুপ বিরুপ প্রভাব পড়বে কি না, বা তারা যদি নিজস্ব মার্কায় নির্বাচন করে, তাহলে জোটভুক্ত মার্কার উপর ভবিষ্যতে কোনো প্রভাব পড়বে কি না?।  

এ বিষয় নির্বাচন কমিশনের কাছে পরিস্কার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮ 
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।