ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

নড়াইলে জামায়াত-বিএনপির ৫ নেতাকর্মীসহ গ্রেফতার ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ৬, ২০১৮
নড়াইলে জামায়াত-বিএনপির ৫ নেতাকর্মীসহ গ্রেফতার ৩১

নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার সকাল থেকে মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, নড়াইল সদর থানা থেকে নয়জন, লোহাগড়া থেকে নয়জন, কালিয়ায় ছয়জন এবং নড়াগাতি থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন বলেন, নড়াইল সদর থানায় গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির এক কর্মী ও জামায়াতের তিন নেতাকর্মী এবং লোহাগড়া থানায় গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির এক কর্মী রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।