ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

ঢাকা: মেজর (অব.) মিজানকে আহ্বায়ক করে আশুলিয়া থানা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন দেওয়ান সালাউদ্দিন সমর্থকরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ বিক্ষোভ মিছিল হয়।



এ সময় খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র কয়েক জন নেতা চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

যোগ্য লোক দিয়ে আশুলিয়া থানা কমিটি গঠনের দাবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে দেওয়ান সালাউদ্দিনের হাজার খানেক সমর্থক মিছিল করেন। এ সময় তারা ‘আশুলিয়া আহ্বায়ক কমিটি মানিনা, মানব না,’ ‘আশুলিয়া বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, গত সপ্তাহে মেজর (অব.) মিজানকে  আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। ওই দিনই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যলয়ের সামনে দেওয়ান সালাউদ্দিন সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

তারা অভিযোগ করেন, বিএনপির এক যুগ্ম-মহাসচিবের হস্তক্ষেপে মেজর (অব.) মিজানকে আশুলিয়া থানা কমিটির আহবায়ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।