ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশ নয়, আ.লীগ চুক্তি করেছে: খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
ভারতের সঙ্গে বাংলাদেশ নয়, আ.লীগ চুক্তি করেছে: খালেদা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নয়, আওয়ামী লীগের চুক্তি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তার গুলশান কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে তিনি একথা বলেন।



বিএনপি প্রধান বলেন, ‘ভারতের সঙ্গে আওয়ামী লীগ চুক্তি করেছে। এ চুক্তি বাংলাদেশের সঙ্গে হয়নি। এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। ক্ষমতা থেকে গেলে তাদেরকেই চুক্তি বাস্তবায়ন করতে হবে। ’

আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় অভিযোগ করে তিনি বলেন, ‘দেশ এ সরকার চালাচ্ছে না। অন্য কোথাও থেকে চালানো হচ্ছে। ’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কোনো এক ব্যক্তির বিশেষ দিবস পালনের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সারাদেশে চাদাবাজি করছে। ব্যবসায়ী থেকে শুরু  করে সাধারণ মানুষ পর্যন্ত এ চাদাবাজিতে অতিষ্ঠ। ’

দুর্নীতি সারাদেশে ছড়িয়ে গেছে বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘মানুষ নানা সমস্যায় জর্জরিত। খুন-নির্যাতন-দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অতিষ্ঠ। কিন্তু জনগণের সমস্যার দিকে সরকারের নজর নেই। ’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দল আরও শক্তিশালী করে দেশ রক্ষার আহবান জানান খালেদা।

এর আগে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) এমএ খালেক, অধ্যক্ষ মকবুল আহমেদ মৃধা ও আবু হেনা মোস্তফা কামালসহ তিন শতাধিক নেতাকর্মী খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন।

এ সময় স্থায়ী কমিটি সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী, সেলিমা রহমান, সুপ্রীম কোর্ট বার সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।