ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গাজীপুরে জেএমবি’র নারী সদস্যের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

গাজীপুর: গাজীপুরের বিশেষ ট্রাইবুনাল-২ আদালত থেকে মঙ্গলবার হোসনেআরা ওরফে স্বপ্না (২৫) নামের এক জেএমবি’র সদস্যা জামিন লাভ করেছেন। বিচারক মো. মঈন উদ্দিন জামিনের এ আদেশ দেন।



হোসনেআরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের(জেএমবি) শীর্ষ পর্যায়ের নেতা এনায়েতুর রহমান ওরফে এনায়েত উল্যাহর স্ত্রী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বর্ষাপাড়া এলাকায়। ২০০৫ সালের ৬ ডিসেম্বর গাজীপুর সদরের তেলিপাড়া এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।

তার বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারায় ও বিশেষ ট্রাইবুনালে মামলা রয়েছে। আদালতের পরিদর্শক রবিউল ইসলাম ওই জামিনের সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।