ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে সমন জারি

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে সমন জারি

ঢাকা: জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় মঙ্গলবার সমন জারি করেছেন আদালত।

সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর রিজার্ভ ফোর্স প্রয়োগের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় এ মামলা দায়ের করা হয়।



মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ করলেও সরকারের অনুমতি না থাকায় আদালত সে ধারা আমলে নেননি।
 
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মো. ইলিয়াছ হোসাইন বিন হেলালী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদসহ সাত জনকে সাক্ষী করা হয়েছে।
 
মামলায় অভিযোগ করা হয়, গত চার আগস্ট জাতীয় প্রেসকাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক গোল টেবিল বৈঠকে আবু তাহের বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর যথাসময়ে জামায়াতের রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে।  

বাদী অভিযোগ করেন তার এ বক্তব্য সরকারের জন্য হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।