ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

রাবিতে বাহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, হলে হলে তল্লাশি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
রাবিতে বাহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, হলে হলে তল্লাশি

রাজশাহী: ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা থেকেই বহিরাগতদের আটকে হলে হলে তল্লাশি চালানো হচ্ছে।



এদিকে, সকালের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অকুকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘উদ্ভূদ পরিস্থিতিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া রাত ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে অবস্থান নেওয়ার জন্য। সকাল ৬টা পর্যন্ত হলের কক্ষ থেকে বের হওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ’

রাজশাহী এএসপি (সার্কেল) সাখাওয়াত হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘বিভিন্ন হলে তল্লাশি চলছে। বহিরাগত কাউকে পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে। ’

মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটি ফটকে অতিরিক্ত পুলিশ পাহারা বসানো হয়েছে। যারা বাইরে অবস্থান করছিলেন তাদের পরিচয়পত্র দেখে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। ক্যাম্পাস থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ’

এরআগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় শনিবার ১০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।