ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জানুয়ারি ২, ২০১৬
৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে ওই দিন সারাদেশের জেলা শহরেও জনসভা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।



শনিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি জানান, ৫ জানুয়ারি জনসভা ছাড়াও ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন উদযাপনে দুই দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা না হলে জঙ্গিবাদ, উগ্রবাদ মাথা চাড়া দিয়ে ভয়াবহ পরিবেশ সৃষ্টি করবে। এজন্য কালক্ষেপণ না করে বিএনপির সঙ্গে আলোচনা করে ‘গণতন্ত্র’ ফিরিয়ে আনতে হবে।

সম্প্রতি সম্পন্ন হওয়া পৌর নির্বাচনের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।