ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে : গোলাম পরওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, আগস্ট ২৯, ২০২৫
সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে : গোলাম পরওয়ার

খুলনা: সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৯ আগস্ট) খুলনায় এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

দিনব্যাপী ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও ভোটার সমাবেশে যোগ দেন তিনি।

এসব সমাবেশে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। ঘোষিত রোডম্যাপে প্রধান নির্বাচন কমিশনারের কথায় জনগণ সন্তুষ্ট হতে পারেনি। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই এ কথা নির্বাচন কমিশনার বলতে পারেন না। নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটার কোন কথা সংবিধানে নেই। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত্য কমিশনের সর্বসম্মত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি এবং সকল দলের সাক্ষর হয়নি এই মুহূর্তে এমন প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক এবং অবান্তর। এতেই সন্দেহ তৈরি হয় যে সরকার ও নির্বাচন কমিশনের উপর কোন পরাশক্তি অথবা কোন প্রভাবশালী মহলের চাপ আছে কি না যার সামনে তারা মাথা নত করতে বাধ্য হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি যে, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ, সংবিধান সংস্কারে যে সব বিষয়ে সব দল একমত হয়েছে সেগুলো চূড়ান্ত করে সকল দলের স্বাক্ষর গ্রহণ করে তারপর নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে। তাহলেই জনগণ বুঝবে সরকার প্রধান ও প্রধান নির্বাচন কমিশনারের ওয়াদা ঠিক আছে।

আমভিটা বাজারের পথসভা রংপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি রাশিদুল ইসলামের সঞ্চালনায়, থুকড়া বাজারের পথসভা রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর শেখ বিল্লাহ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদ আলমের সঞ্চালনায়, শোলগাতিয়া বাজারের ভোটার সমাবেশ ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়েবুর রহমান জোয়ার্দারের সঞ্চালনায় এবং হাসানপুর সরকারি স্কুল মাঠে ভোটার সমাবেশ ফিরোজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে ও হেদায়েত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সব পথসভা ও ভোটার সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ড. একরাম উদ্দিন সুমন, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, যুববিভাগের সভাপতি বি এম আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মাওলানা সাইদুল্লাহ হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন হালদার, মাওলানা হাফিজুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সহ সভাপতি বাবু কানাইলাল কর্মকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, ধামালিয়া ইউনিয়ন আমীর মোস্তাক আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান রিপন, সবুজ গাজী, আনোয়ারুল কবির, নুর ইসলাম জোয়ার্দার, ফেরদৌস হোসেন গাজী, হুমায়ুন ফকির, মোস্তাফিজুর রহমান বিশ্বাস, খায়রুল ইসলাম ফকির, মোকাদ্দেস

বিকেল ৩টায় মহিলা সমাবেশ মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়েবুর রহমান জোয়ার্দারের সঞ্চালনায় এবং বিকেল ৪টায় রুদাঘরা মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সমাবেশ ইউনিয়ন আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও কারী ফেরদৌস গাজী পরিচালনায় অনুষ্ঠিত হয়।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।