ঢাকা: অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আদায়ের দাবিতে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। তবে আন্দোলন হবে শান্তিপূর্ণ—এই অবস্থানে অনড় দলটি।
সোমবার (১৯ মে) রাতের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই। তবে আন্দোলন যেন কোনোভাবেই সহিংসতায় না গড়ায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে চায় বিএনপি।
বৈঠক সূত্র জানায়, বিএনপির নেতারা মনে করছেন, সম্প্রতি গুরুত্বহীন কিছু ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের হঠাৎ মাঠে নামার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কিছু আছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে।
নেতারা বলেন, জুলাইয়ের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এটি ব্যর্থ হলে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই এখনই নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণার দাবি তোলার পক্ষে মত দিয়েছেন তারা।
তবে এখনই রাজপথে নামার পরিবেশ তৈরি হয়নি বলেও মত দিয়েছেন কিছু সিনিয়র নেতা।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ।
টিএ/এসআইএস