ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান গ্রেপ্তার

ঢাকা: হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, আবদুল মজিদ খানের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাত সোয়া ১০টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান 
বলেন, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবদুল মজিদকে সেখান থেকে এনে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আবদুল মজিদ খান ফার্মেগেট এলাকায় তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
 

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।