ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

পণ্য কিনে টাকা দিতেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা, অবশেষে পুলিশের জালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, জানুয়ারি ৩, ২০২৫
পণ্য কিনে টাকা দিতেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা, অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার সালমান তালুকদার জুনায়েদ

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সালমান তালুকদার জুনায়েদ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর শিল্পাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সালমান ওই উপজেলার পুরাসুন্ধা গ্রামে টেনু মিয়ার ছেলে। তিনি উপজেলার নূরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার বিরুদ্ধে ওলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে।  

পুলিশ জানায়, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে একদল ডাকাত শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ডাকাতির প্রস্তুতি নেয়। সে সময় ধারালো অস্ত্র ও দুটি মোটরসাইকেলসহ তিন ডাকাতকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় সালমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দেউন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অভিযান চালালে সালমান দৌড়ে পালিয়ে যান। সে সময় ধাওয়া করে একটি ছুরিসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ডাকাতির প্রস্তুতিতে সালমান অংশ নেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ওলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন দোকান থেকে প্রায়ই পণ্য কিনে টাকা দিতেন না। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।