ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
‘ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে’

বরিশাল: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল অঞ্চলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।  

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক।

বিশেষ অতিথির বক্তব্যে গালিব আব্দুল্লাহ বলেন, ছাত্রশিবিরের জনশক্তিরা নিজেদের গড়ে তুলবে। পাশাপাশি সাধারণ মানুষকে ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব জুলুম-বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে, তাই দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মু.আতিকুল্লাহ মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মনিরুল ইসলাম, ভোলা শহর সভাপতি হাসনাইন আহমেদ, সেক্রেটারি আব্দুল্লাহ আল আমিন, ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, বরিশাল জেলার সভাপতি কাদের ভোলা জেলা সেক্রেটারি জাফরুল্লাহ, বরিশাল জেলার সেক্রেটারি আকবর হোসেন অন্যান্য সেক্রেটারিয়েট, থানা সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর, ৮, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।