ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, মার্চ ৩, ২০২৪
বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

বরিশাল: ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের ব্যানারে রোববার (৩ মার্চ) দুপুর ১২টায় নগরের আগরপুর রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।  

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম।

বক্তারা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।