ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে পৌর এলাকার মানরা এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পুলিশ এসময় মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে।  

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মানরা নামক এলাকায় বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কয়েক রাউন্ড গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মিছিল থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, বিএনপি নেতা নাসির উদ্দীন যাদু, আরিফ হোসেনসহ মোট পাঁচজনকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ বাধ্য হয়ে ছয় রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।