ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

প্রেম করে বিয়ে, পাঁচ মাসেই লাশ হলো নববধূ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, মে ১৮, ২০২৩
প্রেম করে বিয়ে, পাঁচ মাসেই লাশ হলো নববধূ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর সবুজবাগে বিয়ের পাঁচ মাসের মাথায় লাশ হলো তমা আক্তার নামে এক নববধূ। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন তার স্বামী দোকান কর্মচারী মো. আলামিন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ পেয়ে পুলিশ সবুজবাগ ছায়াবীথি তালবাগ এলাকার একটি টিনসেট বাড়ি থেকে তমার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ।

তিনি জানান,গত পাঁচ মাস আগে দোকান কর্মচারী আলামিনের সঙ্গে তমার বিয়ে হয়। প্রেমের সম্পর্ক কারণেই তারা বিয়ে করে। দুই পরিবারের লোকজন প্রথমে দিকে বিয়ের খবর না জানলেও পরে সবাই মেনে নেয়। প্রায় সময় নানা কারণে মোবাইলে তমার সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। তমার মা দ্বিতীয় বিয়ে করেছে।

তমার স্বামীর ভাষ্য অনুযায়ী আজ তার শাশুড়ি তার স্ত্রীর সঙ্গে কথা বলে। এর পরপরই তমা সবার অগোচরে ফাঁস দেয়। তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত তমা জামালপুর মেলান্দহ উপজেলার তোফাজ্জল মিয়ার মেয়ে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ