ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কারাবন্দি রিজভীর মুক্তি-সুচিকিৎসা দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, ডিসেম্বর ২৩, ২০২২
কারাবন্দি রিজভীর মুক্তি-সুচিকিৎসা দাবি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, আক্রান্ত হয়েছিলেন ভয়াবহ করোনায়।

দুবারই তিনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। বর্তমানে কারাগারে তিনি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম।  

তিনি বলেন, রিজভীর আগের রোগগুলো আরও বেড়েছে। করোনায় তার ফুসফুসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে সবসময় গরম পানি খেতে হতো। কারাগারে সে সুবিধা পাচ্ছেন না। তিনি অতীতে ডিভিশন পেলেও এখনও তাকে ডিভিশন দেওয়া হয়নি। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়ছেন যে অন্যের সহায়তা ছাড়া একা চলাফেরা করতে পারেন না। বাথরুমেও যেতে হয় অন্যের সহায়তায়। তিনি অবিলম্বে রিজভীর সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।